Poems

শান্তির সন্ধানে

তান্ত্রিক জগতটার তন্দ্রা ছিড়ে

শকুনীর হিংস্র চোখের ফাঁদ চিরে

বাধ ভাঙ্গার উল্লাসে ওঠো মেতে,

ঝঞ্ঝা মাতোয়ারা এ রক্তিম ধরণীতে।

অশান্ত ধরায় যত ভয়াল দানব,

খঞ্জরের শিঞ্জনে আজ শিহরিত মানব!

রক্তের হোলিতে মেতেছে জন্তু জানব-

পিঞ্জর ভেঙ্গে ছুটে যাও শান্তির ঝান্ডা নেড়ে।

রণাঙ্গনের কলরবে পরিশ্রান্ত এ ধরা

যুদ্ধের দামামা আর শুনতে চায়না তারা

সাদা পতাকা, সাদা পায়রা, হোক না উড্ডীন

পিশাচীর যত রক্তপিপাসা, হয়ে যেতে দাও লীন।

বাংলাদেশের সনেট

কত পাখি চিরকাল এসে গায় গান,

আর কত সবুজ এই বাংলাদেশ!

রূপের যেন তার নেই কোনও শেষ-

বাংলার রূপ করিল মন হরণ ।

উত্তরে তার এক ভংগিল পর্বত,

দক্ষিণে সাগরের জলের টলমল,

চারিদিকে শুধু গাঢ় সবুজের ঢল,

আর আছে খাল বিল নদী শতশত।

গ্রীষ্মে যে তার এক রুদ্র ভয়াল রূপ,

বর্ষা এসে ধোয়ায় তার দুই চরণ,

শরতে যে আছে স্নিগ্ধ কোমল স্বরূপ,

হেমন্তে তার অপূর্ব আশ্চর্জ খেয়াল,

শীতে তার লৌহতুল্য কঠিন গড়ন,

বসন্তে সে শোভাময়, সজীব সরস।

Dr. Sajid Muhaimin Choudhury
Dr. Sajid Muhaimin Choudhury
Associate Professor

Dept. of EEE, BUET