Q-PACERS (কিউ-প্যাকার্স) বা Quantum- (কোয়ান্টাম), Photonic- (ফোটোনিক), Antenna-(এন্টেনা), Computing-(কম্পিউটিং), Embedded-(এম্বেডেড), এবং Renewable-energy (নবায়নযোগ্য শক্তি ) Systems রিসার্চ গ্রুপ বুয়েট-এর (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে (EEE) ইলেকট্রনিক্স ও ফোটোনিক্স গবেষণার এক উদ্ভাবনী কেন্দ্র। ডঃ সাজিদ মুহাইমিন চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দলটি পরীক্ষামূলক ও গণনামূলক (কম্পিউটেশনাল) পদ্ধতির দক্ষতা ব্যবহার করে সর্বাধুনিক গবেষণার চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে।